অস্ট্রেলিয়া জাতীয় দলের অধিনায়ক অ্যালিসা হিলি। তার হাতে লাল টুকটুকে একটি জামদানি শাড়ি। সামনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনেই ক্যামেরার দিকে হাস্যোজ্জ্বলভাবে তাকিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স-এ এভাবেই ছবিটি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, নিগার সুলতানা জোতি ও অ্যালিসা হিলি, ঢাকাই জামদানি শাড়ি।
পোস্টে আরো লেখা হয়েছে, দুই অধিনায়কের মধ্যে এই বিশেষ মিথস্ক্রিয়া সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।
বোঝাই যাচ্ছে, এই ছবির পেছনের কোনো গল্প নিয়ে শিগগিরই হাজির হবে বিসিবি। তবে এর আগে মন্তব্যের ঘরে নানারকম প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শক ও ভক্তরা। কেউ কেউ বলেছেন, উপহার দিলেই কী জেতা যাবে?
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আগামীকাল দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :