চট্টগ্রাম টেস্টের ফল তৃতীয় দিনেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে। সিরিজ জয়ের পথে এক পা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রাপ্তি বলতে সোমবার (১ এপ্রিল) শেষ বিকেলে অভিষিক্ত পেসার হাসান মাহমুদের বোলিং ঝলক। কিছুটা ঝলক ছিল আরেক পেসার খালেদ আহমেদেরও। দুই পেসারের গতি আর সুইংয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে ফিরেছে ৫ লঙ্কান ব্যাটার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১০২ রান। ৫০ বলে ৩৯ রানে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সঙ্গী ১৭ বলে ৩ রানে অপরাজিত থাকা প্রভাত জয়াসুরিয়া। হাসান একাই নিয়েছেন ৪ উইকেট, বাকি দুই শিকার খালেদের।
এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছিল মাত্র ১৭৮ রানে। দিন শেষে ৪৫৫ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
এদিন ৫৫ রানে এক উইকেট, এ অবস্থায় তৃতীয় দিন ভালো কিছুর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে সে আশা উড়ে যায় শুরুতেই। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে জাকিরের ব্যাট থেকে। একপ্রান্ত আগলে লড়াই করা মুমিনুল হক করেন ৩৩ রান।
তাইজুল ২২, সাকিব ১৫ ও আগেরদিনে জয় করেছিলেন ২১ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হলে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। লংকানদের হয়ে আসিথা চারটি এবং বিশ্ব, কুমারা ও প্রবাথ দুটি করে উইকেট নেন।
ফলো অন করানোর সুযোগ থাকলেও তা করায়নি শ্রীলংকা। তবে এতে যেন ভালোই হয়েছে বাংলাদেশের। দিনের শেষ সেশনে লংকানদের ৬ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। যেখানে বড় অবদান হাসান মাহমুদের।
এ ম্যাচেই অভিষিক্ত হাসান একাই শিকার করেছেন ৪ উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। দুজনের তোপে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় লঙ্কানরা। যদিও প্রথম ইনিংসের বিশাল লিডের কারণে এখনো ম্যাচের পাল্লা হেলে আছে সফরকারীদের দিকেই।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :