AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৮ পিএম, ৫ এপ্রিল, ২০২৪
মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা

আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের অধীনেই সবগুলো সাফল্য এসেছে দলটি। তবে সেই রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছে মুম্বাই। যা দলটির সমর্থকরা ভালোভাবে নিতে পারেনি। হার্দিকের নেতৃত্বে চলতি আসরে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে মুম্বাই।   

একের পর এক ম্যাচ হেরে চলেছে দল। এমন অবস্থায় হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নন ভারতীয় জাতীয় দলের এই অধিনায়ক। দুজনের তিক্ত সম্পর্ক ড্রেসিংরুমের সম্পর্কেও চিড় ধরিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এক খেলোয়াড়ের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ টোয়েন্টিফোর।

এ ছাড়াও গুঞ্জন উঠেছে ২০২৪ আইপিএল শেষেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা। ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত মুম্বাইকে আইপিএলের পাঁচটি শিরোপা জেতানোর পর এবার জার্সি বদলের কথা ভাবছেন।

মুম্বাইয়ের সেই খেলোয়াড়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণের বেলায় রোহিত ও পান্ডিয়ার মধ্যে অনেক বেশি তর্ক হয়, যা ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর রাখার পথে বড় বাধা।

এই মৌসুমে এখন পর্যন্ত ৩ ম্যাচের সব কয়টিতে হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে মুম্বাই। এর মধ্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারটা ভালোভাবে নেয়নি সমর্থকরা।

অন্যদিকে মৌসুমের মাঝপথে মুম্বাইয়ের নেতৃত্বেও পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি। পরিবেশ নিজের অনুকূলে আনতে আর বড়জোর ২টি ম্যাচ পাবেন পান্ডিয়া। অবস্থার পরিবর্তন না এলে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।

একুশে সংবাদ/এস কে

 

Link copied!