বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে রীতিমতো গোল উৎসব করে যাচ্ছে বসুন্ধরা কিংস। ক’দিন আগেই ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এবার চট্টগ্রাম আবাহনীর জালে গোল উৎসব করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুক্রবার প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়েছে কিংসরা। জবাবে একটি গোলও হজম করতে হয়নি তাদের।
ম্যাচটিতে কিংসের হয়ে জোড়া গোল করেছেন রাকিব হোসেন, তুলে না নিলে হ্যাটট্রিকও হতে পারত তার।
রিমন হোসেনের বাড়ানো বলে দ্বিতীয় মিনিটেই পোস্ট খুঁজে পেয়েছেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের একাদশ মিনিটে বক্সে রায়হান হাসানের হ্যান্ডবলে কিংস পেনাল্টি পেলে ব্যবধান বাড়ান রবসন রোবিনহো।
তৃতীয় গোলটি রাকিবের, রোবিনহোর বাড়ানো বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপে বল জালে জড়িয়েছেন তিনি। বিরতির আগেরেই ৪-০ করেন আসরর গফুরভ। স্বদেশি ববুরবেক ইউদালশভের থ্রু পাস ধরে কোনাকুনি শটে বল জালে পাঠিয়েছেন তিনি।
দ্বিতীয়ার্ধ রাকিব নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন প্রতিআক্রমণে ছোট বক্সের ভেতর দরিয়েলতনের ক্রস পেয়ে।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কিংস শিরোপার পথে ছুটছে।এক ম্যাচ কম খেলা মোহামেডানের পয়েন্ট ২০। ১১ ম্যাচে আবাহনীর পয়েন্ট। অর্থাৎ শীর্ষ থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তারা। কিংসের গোল উৎসবের শুরু আজ দরিয়লতনের পায়ে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :