AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হার্দিককে কটাক্ষ করা ঠিক নয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫০ পিএম, ৭ এপ্রিল, ২০২৪
হার্দিককে কটাক্ষ করা ঠিক নয়

চলতি আইপিএলে এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স যথেষ্ট খারাপ। মৌসুম শুরুর আগেই অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরানো হয়। দায়িত্ব দেওয়া হয় গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ের মধ্যে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে আসা হার্দিক পান্ডিয়াকে। তাঁর নেতৃত্বে এই  মৌসুমে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মুম্বাই। হার্দিকের ব্যক্তিগত পারফরম্যান্সও বেশ খারাপ। ফলে প্রায় প্রতি ম্যাচে নিয়ম করে সমর্থকদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। এবার এই বিষয়টিসহ আরও কয়েকটি বিষয়ে মুখ খুলেছেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, হার্দিককে এই ভাবে কটাক্ষ করাটা একেবারেই ঠিক নয়।  

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর হিসেবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালস দলের পরবর্তী ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে। আর এই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট ভাবে সমস্ত কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোন প্রশ্ন তিনি এড়ানোর চেষ্টা করেননি।

মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী ম্যাচে ওয়াংখেড়েতেই রবিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ  জানিয়েছেন, অধিনায়কত্বের পালাবদলের বিষয়টি সবার বোঝা  উচিত। তাঁর মতে, ‘আমার মনে হয় না, ওদের (সমর্থক) হার্দিক পান্ডিয়াকে কটাক্ষ করাটা উচিত। এটা ঠিক কাজ নয়। ফ্র্যাঞ্চাইজি ওকে অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে। খেলায় সর্বত্র এটাই রীতি। রোহিত শর্মা অন্য ধরনের অধিনায়ক। অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ওর পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজি পর্যায়েও ভারতের হয়ে অন্য লেভেলের। এর পরেও মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে। এটা তো ওর দোষ নয়। আমার মনে হয়, আমাদের সকলের বিষয়টি বোঝা উচিত।’

কুলদীপ যাদব প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ  দাবি করেছেন, ‘ওর আলাদা করে একটা ফিটনেস পরীক্ষা হবে। ওর কুচকিতে এখনও স্টিফনেস (শক্তভাব) রয়েছে। অনুশীলনের সময়ে এই সমস্যা ছিল। আজ বিকেলের মধ্যে আমরা জেনে যাব, ওকে খেলাতে পারছি কি পারছি না।’ পন্তের বিষয়ে সৌরভের মন্তব্য, ‘জাতীয় নির্বাচকেরা ওকে বিশ্বকাপের দলে চাইছে কি না, সেটা গুরুত্বপূর্ণ। যদি সেটা হয় তাহলে আমি আগামী এক সপ্তাহের মধ্যে সেটা বুঝে যাব। আগামী এক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে টি-২০ বিশ্বকাপে পন্ত খেলছে কিনা।’ পাশাপাশি মিচেল মার্শের যে চোট রয়েছে, তা পরিষ্কার করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের আনক্যাপড ক্রিকেটার কুমার কুশাগ্রকে আগামী ম্যাচে খেলানো প্রসঙ্গে সৌরভ বলেন ‘আমরা ওকে (কুমার কুশাগ্রা) সুযোগ দেওয়ার চেষ্টা করছি। চেন্নাই ওদের দলে একটি জায়গা তৈরি করেছে রিজভির। কুমার কুশাগ্রকে আমরা ঠিক ওই একই ভাবে দলে সুযোগ করে দিতেই চাই।’

একুশে সংবাদ/এস কে

Link copied!