চোটের থাবায় প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে ছিলেন রাফায়েল নাদাল। তবে হিপ ইনজুরি থেকে সুস্থ হওয়ায় আবারো টেনিস কোর্টে ফিরছেন এই তারকা।
আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে বার্সেলোনা ওপেন। সেখানে প্রথম রাউন্ডে ফ্লাভিও কোবোল্লির বিপক্ষে খেলবেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই তারকা।
বার্সেলোনা ওপেনের লাল মাটির কোর্টের নাদালের রেকর্ড বেশ সমৃদ্ধ। এখানে সর্বোচ্চ ১২ শিরোপা জিতেছেন তিনি। ৭০ ম্যাচ খেলে হেরেছেন কেবল চারটিতে। আর এ কারণেই ফেরার মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকেই বেছে নিয়েছেন এই তারকা।
জানা গেছে, নিজেকে পুরোপুরি ফিট করতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন নাদাল। গত তিনদিন ধরে টানা অনুশীলন করে যাচ্ছেন এই খেলোয়াড়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্রিসবেন ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলার সময় হিপ ইনজুরিতে পড়েন নাদাল। যে কারণে খেলতে পারেননি বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে। ইনজুরির পর কেবল একটি ম্যাচ খেলেছেন তিনি। তবে সেটিও ছিল প্রদর্শনী ম্যাচ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :