AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএল থেকে অস্ট্রেলিয়া ফিরলেন মার্শ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৬ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪
আইপিএল থেকে অস্ট্রেলিয়া ফিরলেন মার্শ

ছয় ম্যাচে মোটে ২টি জয়। ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষের সারিতে রয়েছে দিল্লি ক্যাপিটালসের। সুতরাং, আইপিএল ২০২৪-এর শুরুটা মোটেও মনে রাখার মতো হয়নি দিল্লির। তবে এমন পরিস্থিতিতেও পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার উপায় নেই তাদের। বরং দলের নির্ভরযোগ্য অল-রাউন্ডারের চোট ঘোর দুশ্চিন্তায় ফেলেছে ঋষভ পন্তদের।

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল ২০২৪-এর প্রথম চারটি ম্যাচে মাঠে নামেন অজি অল-রাউন্ডার মিচেল মার্শ। তবে চোটের জন্য তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ২টি ম্যাচে মাঠে নামতে পারেননি। মার্শের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। সেই চোটের চিকিৎসা করাতে দেশে ফিরলেন মিচেল।

আসন্ন টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার কথা মার্শের। তাই আইপিএলের আসরে মার্শ চোট পেয়ে বসায় দুশ্চিন্তায় রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইএসপিএন-ক্রিকইনফোর রিপোর্ট, ক্রিকেট অস্ট্রেলিয়াই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আলোচনা করে দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে মার্শকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লির হারের পরেই দেশে ফেরন মিচেল মার্শ। তিনি পুনরায় চলতি মৌসুমের দিল্লির হয়ে মাঠে নামবেন কিনা, এখনও নিশ্চিত নয়। আসলে মার্শ বাকি আইপিএল মৌসুমে অংশ নেওয়ার জন্য ভারতে ফিরবেন কিনা, তা এখনও স্থির হয়নি।  

দিল্লি মার্শকে ছাড়াই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বটে, তবে মার্শ পাকাপাকিভাবে চলতি মৌসুম থেকে ছিটকে গেলে তা নিঃসন্দেহে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে ক্যাপিটালসের কাছে। তিন ফর্ম্যাটের ক্রিকেটার হিসেবে ফিরে আসার পর থেকে মার্শের যথাযথ যত্ন নিতে দেখা গিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তারা কোনওভাবেই চায় না আইপিএলে চোট পেয়ে দলের ক্যাপ্টেনই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাক।

একা মার্শই নন, বরং দিল্লি ক্যাপিটালসকে দুশ্চিন্তায় রেখেছেন ডেভিড ওয়ার্নারও। গত শুক্রবার লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ব্যাট করার সময় আঙুলে চোট পান ডেভিড ওয়ার্নার। তাঁকে রীতিমতো যন্ত্রণাকাতর দেখায়। চোট পাওয়ার পরে ফিজিওর শুশ্রুষা নিয়েও বেশিক্ষণ লড়াই চালাতে পারেননি ওয়ার্নার। আউট হয়ে বসেন ঠিক তার পরেই।

ডেভিড ওয়ার্নার একশো শতাংশ ফিট নন বলে খবর। শোনা যাচ্ছে যে, শনিবার আমদাবাদে পৌঁছনোর পরেই ওয়ার্নারের চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে। তাঁর আঙুল ফুলে রয়েছে এখনও। দিল্লির পরবর্তী ম্যাচ গুজরাট টাইটানসের বিরুদ্ধে। ১৭ এপ্রিল সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

একুশে সংবাদ/এস কে

 

 

 

 

Link copied!