চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচের পর সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়েছে। তিন দেশের চার দল জায়গা করে নিয়েছে শেষ চারে। কোয়ার্টারে ইংল্যান্ডের দুইটি ক্লাব থাকলেও একটিও সেমিতে জায়গা নিশ্চিত করতে পারেনি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বায়ার্ন মিউনিখ। আর অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠে ম্যানসিটিকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠে রিয়াল মাদ্রিদ। এর আগে, বার্সাকে বিদায় করে পিএসজি এবং অ্যাতলেটিকোকে হারিয়ে বরুশিয়া সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ড্রয়ের সময়ই জানা গিয়েছিল, সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে। সেমিতে ফরাসি ক্লাব পিএসজি লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আরেক সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন।
আগামী ৩০ এপ্রিল থেকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লড়াই শুরু হবে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে ৭ মে।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সূচি
বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ
বরুশিয়া ডর্টমুন্ড-পিএসজি
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :