আইপিএলের বেগুনি টুপির জন্য জোর লড়াই চলছে। প্রতি দিনই তালিকা বদলে যাচ্ছে। এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন যশপ্রীত বুমরা। বেগুনি টুপির তালিকায় প্রথম দশে কেকেআরের কোনও বোলার নেই। প্রথমে ১০ বোলারের মধ্যে ন’জন পেসার ও এক জন স্পিনার।
১) যশপ্রীত বুমরাহ— ৭টি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই বোলার। তাঁর সেরা বোলিং ২১ রান দিয়ে ৫ উইকেট।
২) যুজবেন্দ্র চহাল— তিনিও এক সময় শীর্ষে ছিলেন। রাজস্থানের এই স্পিনার ৭টি ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১১ রান দিয়ে ৩ উইকেট।
৩) জেরাল্ট কোয়েটজী— বুমরার সতীর্থ রয়েছেন তিন নম্বরে। ৭টি ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন তিনি। ৩৪ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং।
৪) মুস্তাফিজুর রহমান— ৬টি ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলার। চেন্নাই সুপার কিংসের এই পেসারের সেরা বোলিং ২৯ রান দিয়ে ৪ উইকেট।
৫) খলিল আহমেদ— দিল্লি ক্যাপিটালসের পেসার রয়েছেন পাঁচ নম্বরে। ৭টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ২১ রান দিয়ে ২ উইকেট।
৬) কাগিসো রাবাডা— পাঞ্জাব কিংসের পেসারও রয়েছেন তালিকায়। ৭টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ১৮ রান দিয়ে ২ উইকেট।
৭) স্যাম কারান- পাঞ্জাবের বের আরও এক পেসার রয়েছেন তালিকায়। ৭টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি। বাঁ হাতি পেসারের সেরা বোলিং ২৮ রান দিয়ে ৩ উইকেট।
৮) হর্ষল পটেল— পাঞ্জাব ভাল খেলতে না পারলেও তাদের আর এক বোলার তালিকায় রয়েছেন। ভারতের এই পেসার ৭টি ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৩১ রান দিয়ে ৩ উইকেট।
৯) মাথিশা পাথিরানা— চেন্নাইয়ের এই পেসার মাত্র ৪টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ২৮ রান দিয়ে ৪ উইকেট।
১০) প্যাট কামিন্স— সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক তালিকায় ১০ নম্বরে রয়েছেন। ৬টি ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা বোলিং ৪২ রান দিয়ে ৩ উইকেট।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :