AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আম্পায়ার জেসিকে নিয়ে যা বলছে ক্লাবগুলো


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:০৩ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪
আম্পায়ার জেসিকে নিয়ে যা বলছে ক্লাবগুলো

বর্তমানে ক্রিকেটাঙ্গনে আলোচনার কেন্দ্রে ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওঠা নারী আম্পায়ারের পরিচালনায় না খেলতে চাওয়ার অভিযোগ। এমন আপত্তি ক্লাব নাকি ক্রিকেটাররা তুলেছিলেন, তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। যে ম্যাচকে কেন্দ্র করে এমন ঘটনা, সেখানকার দুই দল প্রাইম ব্যাংক ও মোহামেডানের কর্মকর্তারা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। যেখানে ক্রিকেটারদের সংশ্লিষ্টতা ছিল না বলেও জানা গেছে।          

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে মোহামেডান বনাম প্রাইম ব্যাংকের ম্যাচে যেখানে বিতর্কের শুরুটা হয় মুশফিকের আউট নিয়ে। যা আম্পায়ার পর্যন্ত গড়ায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায়, জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ শুরুর আগে নারী অনফিল্ড আম্পায়ার সাথিরা জাকির জেসির অধীনে খেলা নিয়ে আপত্তি তোলেন। তবে বিষয়টি মিথ্যা।

এছাড়া পরে আবার গুঞ্জন ছড়ায়, মুশফিক বা রিয়াদ নন- দুই ক্লাব কর্তৃপক্ষ থেকে আপত্তি করা হয়েছিলো। এ অবস্থায় সেদিন মাঠে আসলেই কী ঘটেছিলো, তা স্পষ্ট করেছেন মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু।

মোহামেডান কর্মকর্তা জানান, জেসিকে নিয়ে তাদের কোনো আপত্তি ছিলো না। গুরুত্বপূর্ণ ম্যাচে কম অভিজ্ঞতা সম্পূর্ণ জেসি তাল মেলাতে পারবে কিনা সেটি নিয়ে সংশয় ছিলো তাদের। মোহামেডান কর্মকর্তা জানান, তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি তুলা হয়নি।

গণমাধ্যমে টিটু বলেন, ‘আমরা জেসির বিপক্ষে কোনোরকম আপত্তি তুলিনি। প্রাইম ব্যাংকের সঙ্গে আমাদের ম্যাচটি ছিলো বিগ এন্ড ভাইটাল। জেসি এ বছরই ঢাকার প্রিমিয়ার ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা শুরু করেছে।’

এরপর তিনি বলেন, ‘এখানে ছেলে ও মেয়ে বিভাজন করিনি। জেসির প্রথম বছর, সে এত বড় ম্যাচের উত্তেজনার সঙ্গে তাল মেলাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় ছিল আমাদের। সে নারী বলে আমরা তাকে আম্পায়ার মানতে চাইনি, বিষয়টি এমন নয়।’

এদিকে মোহামেডান-প্রাইম ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন নারী আম্পায়ার কেনো, এমন প্রশ্নের জবাবে বিসিবি আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমি জানি, একজন নারী এবং জুনিয়র আম্পায়ারের ঢাকার বিগ ম্যাচ পরিচালনা করা সহজ কাজ নয়।’

এরপর তিনি বলেন, ‘তাই বলে আমরা কি কাউকে না কাউকে ওই সব বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেব না? জেসি তো এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করেছে। তিনি নবীন ও অনভিজ্ঞ, ঠিক আছে। কিন্তু তাকে তো গড়ে তুলতে হবে। আর সেটা খেলা পরিচালনা করেই করতে হবে।’

মিঠু আরো যোগ করেন, ‘আমরা সেই চিন্তায় জেসিকে খেলা পরিচালনার দায়িত্ব দিয়েছি। সেখানে মোহামেডান ও প্রাইম ব্যাংক শিবির থেকে কোনো আনুষ্ঠানিক আপত্তি উত্থাপন করা হয়নি। তবে মুখে কেউ কেউ বলেছেন, এমন বড় ম্যাচে জেসিকে আম্পায়ার না রাখলে ভালো হতো।’

একুশে সংবাদ/এস কে

Link copied!