ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেলিগেশন পর্বের শেষ ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ৭ উইকেটে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। এই জয়ে প্রিমিয়ার লিগে টিকে গেল রূপগঞ্জ টাইগার্স।রেলিগেশন লিগে ২ ম্যাচের দু’টিতেই জিতলো রূপগঞ্জ টাইগার্স। সব মিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে ৪টি জয় পেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকলো তারা। অন্যদিকে প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেল গাজী টায়ার্স ও সিটি ক্লাব।
সব মিলিয়ে ১৩ ম্যাচে গাজী টায়ার্স ৩টি ও সিটি ক্লাব ২টি জয়ের স্বাদ পেয়েছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গাজী টায়ার্স। গাজী তাহজিবুলের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান করে তারা। ৪৪ বলে ৫২ রান করেন তাহজিবুল। রূপগঞ্জ টাইগার্সের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।
জবাবে রূপগঞ্জ টাইগার্সকে ১৫১ বলে ১৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও জসিম। ১ রানের ব্যবধানে দুই ওপেনার ফিরলেও, মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৩৪ দশমিক ১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে রূপগঞ্জ টাইগার্স।
মাহফিজুল ৭টি চার ও ২টি ছক্কায় ৭৪ এবং ৯টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে ৭৭ রান করেন জসিমউদ্দিন। মিডল অর্ডারে সালমান হোসেন ২৩ ও আব্দুল্লাহ আল মামুন ২০ রানে অপরাজিত থাকেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :