রিঙ্কু সিংকে কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে রাখা হয়নি? তা নিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে সাংবাদিক বৈঠকে আগরকর দাবি করেন, রিঙ্কুকে মূল দলের বাইরে রাখার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা সম্ভবত কঠিন কাজ ছিল। রিঙ্কু এমন কোনও কাজ করেননি, যে কারণে তাকে দলে রাখা হবে না। কিন্তু দলের কম্বিনেশনের কথা ভেবে রিঙ্কুকে ১৫ জনের দলে রাখা যায়নি বলে দাবি করেন আগারকার।
তিনি বলেন, ‘এটা আমাদের পক্ষে সবথেকে কঠিন সিদ্ধান্ত ছিল। এতে ওর কোনও দোষ নেই বা ও এমন কোনও কাজ করেনি, যেটা ভুল ছিল। কিন্তু আমাদের মূল দলে যত বেশি সুযোগ থাকে, সেটা চাইছিলাম আমরা। আমাদের মনে হয়েছিল যে দলে বাড়তি একজন বোলার থাকলে বেশি সুবিধা হবে। রোহিত যেমনটা বলল, আমরা এখনও (ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার) পরিস্থিতি নিয়ে বেশি কিছু জানি না। রিঙ্কুর জন্য এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা মূল দলে মাত্র ১৫ জনকে নিতে পারি। তবে রিজার্ভ দলে আছে। (বিশ্বকাপের মূল দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে) এতটাই কাছে চলে এসেছিল ও।`
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :