সিরি-এ মৌসুমের সেরা মিডফিল্ডার এ্যাওয়ার্ড বুলগারেলি নাম্বার ৮ এ্যাওয়ার্ড জয় করেছেন বোলোনিয়ার স্কটিশ অধিনায়ক লুইস ফার্গুসন। এপ্রিলে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে ফার্গুসনের এ মৌসুমে আর খেলা হয়নি। কিন্তু তার আগেই বোলোনিয়ার জন্য যা করার করে দিয়ে গেছেন। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের চতুর্থ স্থানে থাকা বোলোনিয়া এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে বিভোর হয়ে রয়েছে।
ইতালিয়ান শীর্ষ লিগে ফার্গুসন শীর্ষ পারফর্মার হিসেবে ৩১ লিগ ম্যাচে ছয় গোল করা ছাড়াও চারটি এ্যাসিস্ট করেছেন।
এর আগে এই এ্যাওয়ার্ড জয় করেছেন ড্যানিয়েল ডি রোসি, নিকোলো বারেলা ও সান্দ্রো টোনালির মত তারকা মিডফিল্ডাররা।
২৪ বছর বয়সী ফার্গুসন হাঁটুর অস্ত্রোপচারের কারনে জুন-জুলাইয়ে জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরোতে খেলতে পারছেন না।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :