আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপে অংশ নিতে সবার আগে দেশ ছাড়লো শ্রীলংকা ক্রিকেট দল। আজ সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ১৫ সদস্যের শ্রীলংকার বিশ^কাপ দলটি।
এর আগে গতকাল বিকেলে শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে দেখা করেন হাসারাঙ্গা ডি সিলভার নেতৃত্বাধীন শ্রীলংকা দল। আসন্ন বিশ^কাপে দলের জন্য শুভকামনা জানিয়েছেন রনিল।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে শ্রীলংকার প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। নিউ ইয়র্কে ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে শ্রীলংকা।
৮ জুন ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা। ১১ জুন লডারহিলে তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে লংকানরা। ১৬ জুন গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলংকা।
এখন পর্যন্ত একবার টি-টোয়েন্টি বিশ^কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ^কাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিলো লংকানরা।
শ্রীলংকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ তালিকা : আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসা, জানিথ লিয়ানাগে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :