ফুটবল খেলা মানেই তুমুল উত্তেজনা। আর এই ফুটবল খেলায় রেফারির সঙ্গে মাঝে মধ্যে তর্কে জড়িয়ে পড়েন ফুটবলাররা। রেফারির দেওয়া কোনো সিদ্ধান্ত খেলোয়াড়দের পছন্দ না হলে তার সাথে তর্কে জড়ানোর দৃশ্য অতি পরিচিত। তবে আসন্ন ইউরোতে এমন দৃশ্য দেখার সম্ভাবনা নেই। নতুন নিয়মকে সঙ্গী করে মাঠে গড়াবে এবারের ইউরো, যেখানে অনেকটাই স্বস্তিতে থাকবেন রেফারিরা।
ইউরোর নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো বিষয় নিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল দলের অধিনায়ক। যদি অন্য কোনো খেলোয়াড় অসম্মান দেখিয়ে বা ভিন্নমত পোষণ করে রেফারির সঙ্গে কথা বলতে যায়, তাহলে তাকে হলুদ কার্ড দেখানো হবে। অর্থাৎ, অধিনায়ক ব্যতীত বাকি ফুটবলাররা কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারবেন না।
উয়েফার রেফারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর রবার্তো রোজেত্তি নতুন এই নিয়মের কথা জানান। তিনি বলেন, ‘আধুনিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করা সহজ নয়। ম্যাচ চলাকালীন সময়ে একজন রেফারিকে আনুমানিক ২০০ থেকে ২৫০টির মতো সিদ্ধান্ত নিতে হয়। মাঝেমধ্যে বিতর্কিত পরিস্থিতিতে এবং প্রবল চাপের মুখে পড়তে হয় রেফারিদের।’
রবার্তো রোজেত্তি আরো বলেন, ‘আমরা চাই, প্রতিটি দল যেন নিশ্চিত করে যে তাদের অধিনায়কই কেবল রেফারির সঙ্গে কথা বলবে। আর অধিনায়কের নিশ্চিত করতে হবে, তার সতীর্থরা যেন রেফারির সঙ্গে কথা বলতে না যায় এবং রেফারিকে ঘিরে না ধরে।’
উল্লেখ্য, আগামী ১৪ জুন জার্মানিতে বসবে এবারের ইউরো। আর এই আসর থেকেই দেখা মিলবে নতুন নিয়মের।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :