টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১২ দিন। শেষ মুহূর্তে এসে দলগুলো নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে। টুর্নামেন্টটে অংশ নেয়া অধিকাংশ দলই প্রস্তুতিমূলক সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। ব্যতিক্রম নয় বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
তবে সে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা-কোনো দলই পাচ্ছে না পূর্ণশক্তির দল। থাকছেন না দল দুটির অধিনায়কও। দুজনই ব্যস্ত আইপিএলে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজটি। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ২৩ মে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথায়ক্রমে ২৫ ও ২৬ মে। এ সিরিজের জন্য আজ (২০ মে) দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
রোভম্যান পাওয়েলের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। এর আগে নেপাল সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন কিং, যদিও চোটের কারণে সফর শেষ করতে পারেননি।
অন্যদিকে নিয়মিত অধিনায়ক পাওয়েল রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে খেলছেন। আগামী ২২ মে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। অধিনায়ক ছাড়াও বিশ্বকাপ দলের আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স), শিমরন হেটমায়ার (রাজস্থান রয়্যালস), আলজারি জোসেফ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও শেরফান রাদারফোর্ডকে (কলকাতা) এ সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তাদের দল আইপিএলের প্লে অফে উঠেছে। তাদের মধ্যে জোসেফ দলের সহ-অধিনায়ক, এখন তার বদলে সে দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ।
অবশ্য উইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, দল ফাইনালে উঠতে না পারলে জোসেফ ও রাদারফোর্ড দলে যোগ দেবেন। তবে নিজেদের দল আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে খেলবেন না নিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস) ও শাই হোপ (দিল্লি ক্যাপিটালস)। দুজনকেই বিশ্রাম দেয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রস্টন চেজ, অ্যালিক অ্যাথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :