AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-২০ বিশ্বকাপ দল নিয়ে যা বললেন মাশরাফী


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৪৮ পিএম, ২০ মে, ২০২৪
টি-২০ বিশ্বকাপ দল নিয়ে যা বললেন মাশরাফী

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ।এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এর কিছুই নাকি জানেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আজ সোমবার কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে গণমাধ্যমের মুখোুমুখি হন মাশরাফি। এ সময় তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‍‍`আশা তো অবশ্যই ভালো কিছু করবে।দল ( বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড) দেখিনি। জানি না কারা আছে।‍‍` 

শান্ত ও লিটনের অফফর্ম নিয়ে ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো দল দেখিনি। কেমন অবস্থায় আছে তাও জানি না। আমি দেখিনি, সত্যি কথা।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের গ্রুপে কোন কোন দল আছে, তাও জানেন না মাশরাফী, ‘জানি না আসলে কারা আছে গ্রুপে।’

পরে অবশ্য সাংবাদিকরা গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষের নাম মনে করিয়ে দেওয়ার পর তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার সঙ্গে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকার যেকোনো একটা জিততে হবে মনে হয় (দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য)। আশা করি, ইনশাআল্লাহ ভালো করবে।’

গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গেও জেতা উচিত বলে মনে করেন সাবেক টাইগার দলপতি, ‘ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন, তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকার একটা জিতে আর এদের হারিয়ে...দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকার দুইটাই নয় কেন? দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কি না।’

 

একুশে সংবাদ/এস কে  

 

Shwapno
Link copied!