AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোল্ডেন বুট জিতলেন হালান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৮ পিএম, ২০ মে, ২০২৪
গোল্ডেন বুট জিতলেন হালান্ড

ইংল্যান্ডে নিজের দ্বিতীয় মৌসুমে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব দেখালেন আর্লিং হালান্ড। তার দল ম্যানচেস্টার সিটি রোববার (১৯ মে) শেষ ম্যাচে ৩-১ গোলে ওয়েস্ট হ্যামকে পরাজিত করে টানা চতুর্থবারের মত লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

মৌসুমের মাঝামাঝিতে ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। সিটির হয়ে যে কারণে নিজেকে এবার মেলে ধরতে কষ্ট হয়েছে। অভিষেক মৌসুমে যেখানে সব ধরনের প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোলসহ মোট ৫২ গোলে করেছিলেন, সেখানে এবার ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার লিগে করেছেন মাত্র ২৭ গোল।

তারপরও তার দল সিটিকে উপহার দিয়েছেন রেকর্ড টানা চতুর্থ লিগ শিরোপা। ইংলিশ লিগে কোন দলই এর আগে এই রেকর্ড অর্জন করতে পারেনি। শেষ সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচে হালান্ড ৯ গোল করেছেন। আর এতেই সিটি আর্সেনালকে দুই পয়েন্টে পিছনে ফেলে শিরোপার পথে এগিয়ে গেছে। 

সিটির হয়ে মৌসুম শুরু করা চেলসির কোল পালমার ২২ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। নিউক্যাসলের আলেক্সান্দার ইসাক এক গোল কম করে তালিকায় তৃতীয় স্থান লাভ করেছেন।

একুশে সংবাদ/এস কে  

Link copied!