ইউরোপা লিগের ফাইনাল আজ। যেখানে অপ্রতিরোধ্য বায়ার লেভারকুসেনের মুখোমুখি উজ্জীবিত ইতালিয়ান ক্লাব আটালান্টা। বুধবার (২২ মে) রাত ১টায় ডাবলিনের আভিভা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। একদিকে অপরাজিত থেকে ট্রেবল জয়ের হাতছানি জাবি আলোনসোর শিষ্যদের। আর ৬১ বছরে প্রথম শিরোপা জয়ের সুযোগ আটালান্টার সামনে। সবমিলিয়ে ইউরোপিয়ান আসরে নিজেদের শিরোপা খরা কাটানোর অপেক্ষায় দু’ক্লাব।
চলতি মৌসুমে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে এরই মধ্যে খবরের শিরোনাম জাবি আলোনসোর লেভারকুসেন। বুন্দেসলিগার পর এখন দলটির মিশন ট্রেবল জয় করা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবাইকে ফিট পাচ্ছেন আলোনসো।
এদিকে জুভেন্টাসের কাছে কোপা ইতালিয়ার ফাইনাল হারের পর মৌসুমে শিরোপা জয়ের শেষ সুযোগ আটালান্টার সামনে। এছাড়া ৬১ বছর পর কোন মেজর ট্রফি জয়েরও হাতছানি ইতালিয়ান প্রতিনিধিদের। তবে দলের কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির কপালে চিন্তার ভাঁজ।
ইনজুরিতে তিনি অধিনায়ক মার্তেন দি রুন ও ডিফেন্ডার সিয়াদ কোলাশিনাককে পাচ্ছেন না। আর শঙ্কায় রাইট ব্যাক এমিল হোম। তবে ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান ফাইনাল স্মরনীয় করে রাখতে চান গ্যাসপেরিনি। ম্যাচের আগে ভিন্ন কৌশলে এই ট্যাকটিশিয়ান।
এর আগের দু’দেখায় শতভাগ জয় আটালান্টার। এবার শিরোপা দিয়ে সেই আক্ষেপ ঘুঁচবে কি লেভারকুসেনের?
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :