AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট আগামীকাল শুরু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৮ পিএম, ২৩ মে, ২০২৪
ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট আগামীকাল  শুরু

ঢাকা ক্লাব লিমিটেড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং ১১৩ বৎসরের প্রাচীনতম সামাজিক ক্লাব। ঢাকা ক্লাবের সাথে দেশের বিভিন্ন ক্লাবের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক৷ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া একটি ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

খেলাধুলার সুদুরপ্রসারী ভূমিকার কথা ভেবেই ঢাকা ক্লাব আয়োজন করেছে “ডিসিএল প্রেসিডেন্ট‍‍` কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট-২০২৪”। টুর্নামেন্টটি আগামী ২৪/০৫/২০২৪ তারিখ থেকে ২৭/০৫/২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা ক্লাব টেনিস কোর্ট ও রমনানাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স কোর্টে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশের ৬০টি জেলার জেলা প্রশাসক/সভাপতি ডিএসএ, টেনিস ক্লাব বরাবর উক্ত টুর্নামেন্টে অংশগ্রহনের আমন্ত্রণ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। ঢাকা ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ৩০টি টেনিস ক্লাব থেকে মোট ২০৫ জন টেনিস খেলোয়াড উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সাড়া দিয়েছেন। টুর্ণামেন্টটির সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষ সহ ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। অদ্য ২৩ মে, ২০২৪ তারিখ সকাল ১:৩০ মিনিট ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারের ৩য় তলায় মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ঢাকা ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আশরাফুজ্জামান খান (পুটন)। অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত ভাষণ প্রদান করেন জনাব শাহজাদা হামিদ সাদ চেয়ারম্যান টেনিস টুর্নামেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর জনাব মোহাম্মদ আলী দ্বীন, টেকনিক্যাল ডিরেক্টর জনাব আব্দুল্লাহ জামিল মতিন (জনি) এবং ২য় ডিরেক্টর ফিনান্স মজিবর রহমান মৃধা। এছাডাও ঢাকা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, টেনিস সাব-কমিটির সদস্য ও অন্যান্য সদস্যগণ এবং অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃৃন্দ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুধিজন ও ক্লাবের কর্মকর্তা,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/এস কে

 

 

Link copied!