যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলারই কথা ছিল না বাংলাদেশ দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে সিরিজ আয়োজন করে। পুঁচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের সঠিক প্রস্তুতি হবে না বলেও মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু সব কিছু ছাপিয়ে আজ হিউস্টনে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামছে বাংলাদেশ।
মান-সম্মান বাঁচানোর ম্যাচে আজ টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে।
বাংলাদেশের একাদশে ফিরেছেন লিটন দাস। সিরিজের প্রথমবার জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ। দুই পরিবর্তনের একাদশে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার পেসার শরীফুল ইসলাম ও জাকের আলীকে। স্বাগতিক যুক্তরাষ্ট্রও তাদের একাদশে পরিবর্তন এনেছে।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
একুশে সংবাদ/ই.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :