ইউরোপীয় ফুটবলের ২০২৩-২৪ মৌসুম একেবারে শেষ পর্যায়ে। শীর্ষ পাঁচ লিগের শিরোপা নির্ধারণও হয়ে গেছে ইতোমধ্যে। আগামী আসরে কারা চ্যাম্পিয়নস লিগ খেলবে সেটিও প্রায় চূড়ান্ত। কেবল দুই একটি লিগের শেষ মুহূর্তের কিছু স্থান নির্ধারণ বাকি।
বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের আসন্ন চ্যাম্পিয়নস লিগ জেতা, না জেতার ওপর নির্ভর করছে কয়েকটি স্থান নির্ধারণ। একই অবস্থা সিরি আতেও।
এক নজরে দেখে নেয়া যাক আগামী আসরের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে যেসব ক্লাবের-
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত যাদের-
ম্যানচেস্টার সিটি (চ্যাম্পিয়ন)
আর্সেনাল
লিভারপুল
অ্যাস্টন ভিলা
লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত যাদের-
রিয়াল মাদ্রিদ (চ্যাম্পিয়নস)
বার্সেলোনা
জিরোনা
আতলেতিকো মাদ্রিদ
বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত যাদের-
বায়ার লেভারকুসেন (চ্যাম্পিয়ন)
ভিএফবি স্টুটগার্ট
বায়ার্ন মিউনিখ
লাইপজিগ
বরুসিয়া ডর্টমুন্ড
যদি ডর্টমুন্ড আসন্ন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে তবে ফ্র্যাঙ্কফুর্ট স্বয়ংক্রিয়ভাবে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে।
সিরি আ থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত যাদের-
ইন্টার মিলান (চ্যাম্পিয়ন)
জুভেন্টাস
এসি মিলান
আতলান্তা
বোলোনিয়া
ফ্রেঞ্চ লিগ আঁ থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত যাদের-
পিএসজি (চ্যাম্পিয়ন)
মোনাকো
ব্রেস্ত
লিল
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :