AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ আর্জেন্টিনার তিন ফুটবলারের অবসরের ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০৭ পিএম, ২৮ মে, ২০২৪
হঠাৎ আর্জেন্টিনার তিন ফুটবলারের অবসরের ঘোষণা

হঠাৎ করে চরম বিতর্কের মুখে আর্জেন্টিনার ফুটবলার। আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির নারী ফুটবল দলের তিন তারকা খেলোয়াড়। তারা সকলেই ছিলেন শুরুর একাদশের নিয়মিত মুখ। বৈষম্যের অভিযোগ এনে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তারা হলেন- গোলরক্ষক লরিনা অলিভিয়েরস, ডিফেন্ডার হুলিয়েতা ক্রুজ এবং মিডফিল্ডার লরিনা বেনিতেজ।

আগামী শুক্রবার কোস্টারিকার বিপক্ষে এবং ৩ জুনের প্রীতি ম্যাচের আগে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ম্যাচ ফি না পাওয়া, পরিবারের সদস্যদের স্টেডিয়ামে ঢুকতে টিকিটের ব্যবস্থা করা এবং নিম্নমানের খাবারের অভিযোগ টেনে এমন সিদ্ধান্ত নেন এই তিন তারকা।

অবসরের ঘোষণা দিয়ে জুলিয়েতা ক্রজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা অন্যায়ের শিকার হতে হতে ক্লান্ত হয়ে পড়েছি। আর্জেন্টিনার নারী ফুটবলের জন্য উন্নয়নের দরকার। আমি শুধু কম বেতনের কথা বলছি না। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ বা অনুশীলনের কথাও বলতে চাইছি।’

বেনিতেজ বলেন, নারী দলের খেলা চলাকালে খেলোয়াড়দের পরিবারের কোনো সদস্য মাঠে আসতে চাইলে তাকে ৫ হাজার পেসো (আর্জেন্টাইন মুদ্রা) বা ৫ ডলার সমমূল্যের টিকিট ক্রয় করতে হয়।

এই মিডফিল্ডার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন আরো লক্ষাধিক বিষয় আমাদের পার করতে হয়।’

এর আগে গত বছর একই রকম অভিযোগে অবসর নিয়েছিলেন দেশটির তারকা ফুটবলার এস্তেফানিয়া বানেনি। সাবেক সতীর্থদের সমর্থনই জানিয়েছেন তিনি, ‘কাউকে না কাউকে প্রতিবাদ করতেই হত। তোমাদের অভিনন্দন।’

যদিও আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

একুশে সংবাদ/এস কে

Link copied!