আগামী ২ জুন টি-২০ বিশ্বকাপের পর্দা উঠবে। এই টুর্নামেন্টের আগে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। কুড়ি ওভারের এই টুর্নামেন্টের সেরা পারফর্মার কারা,বল ও ব্যাট হাতে সাফল্য পেয়েছে কারা, এসব নিয়ে চলছে আলোচনা।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অনেক ব্যাটারই নজর কেড়েছেন। তবে ধারাবাহিকতায় ধরে রাখতে পেরেছেন গুটি কয়েকজন। এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়ানো ১০ ব্যাটারের তালিকায় এশিয়ানদের জয়জয়কার। প্রথম দশ ব্যাটারের মধ্যে পাঁচজনই এশিয়ার। ১ হাজার ১৪১ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি। দুই ও তিনে থাকা মাহেলা জয়বর্ধনে ও ক্রিস গেইলের রান ১০১৬ ও ৯৬৫ রান। জয়বর্ধনে সবশেষ টি-২০ বিশ্বকাপ খেলেছেন ২০১৪ সালে। বাংলাদেশে অনুষ্ঠিত ১০ বছর আগে বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।
২০২১ সালে সবশেষ টি-২০ বিশ্বকাপ গেইল খেলেছেন। তাতে রোহিত শর্মার সেরা দুইয়ে ওঠার সম্ভাবনা আরো একটু জোরালো হলো। ৯৬৩ রান করে টি-২০ বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক রোহিত। তার নেতৃত্বেই এবার টি-২০ বিশ্বকাপ খেলবে ভারত।
৮৯৭ রান করে টি-২০ বিশ্বকাপের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক তিলকরত্নে দিলশান। দিলশান সবশেষ ২০১৬ সালে খেলেছেন টি-২০ বিশ্বকাপ। তবু রানসংগ্রাহকের সেরা পাচে জায়গা করে নিতে সাকিবের জন্য একটু কঠিনই হবে। ছয় ও সাতে থাকা ডেভিড ওয়ার্নার ও জস বাটলার দুজনই আছেন এবারের বিশ্বকাপে। বড় মঞ্চে ওয়ার্নার, বাটলার যে কতটা বিধ্বংসী হতে পারেন, সেটার প্রমাণ দেখা গেছে অনেকবারই।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক সাকিব। ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৭৪২ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ২৩.৯৩ ও স্ট্রাইকরেট ১২২.৪৪। করেছেন তিন ফিফটি। যার মধ্যে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে। ৪৭ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারী এখনো তিনি।
টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ দশ রান সংগ্রাহক-
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :