বৃহস্পতিবার (৩০ মে) যেন ‘বৃহস্পতি তুঙ্গে’ ছিল হিমালয়ের দেশ নেপালের। আসিয়ান অঞ্চলের দেশ ইন্দোনেশিয়াকে বিধ্বস্ত করে দিয়েছে তারা। সেই সঙ্গে তারা টানা চার ম্যাচ জিতে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেলো নেপাল।
এদিন তারা ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৬৩-৩৪ পয়েন্টে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ৩৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন বিজয়ী দলের ঘনশ্যাম রোকা মাগার। এ নিয়ে চার ম্যাচই সেরা হলেন। নেপালের কাছে হেরে শেষ চারে যাওয়ার স্বপ্ন ভেস্তে গেলো ইন্দোনেশিয়ার।
আগামীকাল (৩১ মে) ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল একে অপরের মোকাবেলা করবে। বর্তমানে উভয় দলই ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। কাল যে দল জয় পাবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :