টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। এই ম্যাচে দুর্বল পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে আসরে শুভসূচনা করতে চায় ক্যারিবিয়ানরা।ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী দেশ হলো ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া টি-টোয়েন্টিতেও দুইবার শিরোপা জিতেছে ক্যারিবিয়ানরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশে ক্রিকেটের বিস্তার এবং উন্নয়নের জন্য সেই ভাবে ভূমিকা রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
রোববার (২ জুন) নিজেদের প্রথম ম্যাচে টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ: জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি।
পাপুয়া নিউগিনি: টনি উরা, সেসে বাউ, আসাদ ভালা (অধিনায়ক), লেগা সিয়াকা, হিরি হিরি, চার্লস আমিনি, কিপ্লিং ডরিগা, আলেই নাও, চ্যাড সোপার, কাবুয়া মোরেয়া এবং জন কারিকো।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :