রিয়াল মাদ্রিদের জার্সিতে তিন বছরের মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গত শনিবার ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয়ের ম্যাচে গোলও করেছেন ব্রাজিলিয়ান তারকা। লস ব্ল্যাঙ্কোসদের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিও পেলেন এই ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস। এই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন তিনি।
এই মৌসুমে ছয় গোলের পাশাপাশি ভিনি গোল বানিয়ে দিয়েছেন পাঁচটি। বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দুই লেগেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। ফাইনালে দানি কারভাহালের লক্ষ্যভেদের পর গোল করেন ভিনিসিয়ুসও।
এই পুরস্কার জিতে দারুণ খুশি ভিনি বলেন, ‘এই ক্লাবের সঙ্গে আরেকটি চাম্পিয়ন্স লিগ জিততে পেরে আমি খুব খুশি। এটা আমার কাছে অনেক কিছু। এটা একটি অবিশ্বাস্য জিনিস। সবাই এটা অনুভব করতে পারে না।’
গত সোমবার উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল তাকে এই আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে। নিজেদের ওয়েবসাইটে এবারের মৌসুম সেরাদের নাম প্রকাশ করেছে তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :