টি-২০ বিশ্বকাপের ১৬তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে নেদারল্যান্ডস। যেখানে টস হেরে আগে ব্যাট করছে ডাচরা। যেখানে প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে রীতিমতো কাঁপছে স্কট এডওয়ার্ডসের দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ ১২ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৫ রান।
শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।
নেদারল্যান্ডসের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও’দৌদ। ইনিংসের শুরুতেই এ জুটিতে আঘাত করেন মার্কো জানসেন। এতে তিন বল খেলেও শূন্য রানে সাজঘরে ফিরেছেন লেভিট।
ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফিরেছেন ম্যাক্স ও’দৌদ (৬)। পরে ক্রিজে আসেন বিক্রমজিৎ সিং। উইকেটে থিতু হওয়ার লড়াই করেও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ বলে ১২ করে ফিরেছেন।
দলের হাল ধরতে চেয়েছিলেন বাস ডি লিড। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ১৬ বল খেললেও দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। নরকিয়ার বলে ৬ রানেই আউট হয়েছেন।
দ্রুতই চার উইকেট হারিয়ে স্নায়ুচাপে পড়েছে ডাচরা। তবে সেই ধাক্কা সামলে দলীয় রানের চাকা সচল রাখার চেষ্টা করছেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও স্কট এডওয়ার্ডস।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া এবং ওটেনিল বার্টমেন।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দৌদ, মাইকেল লেভিট, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, টিম প্রিঙ্গেল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :