টি-২০ বিশ্বকাপের ১৬তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। যেখানে ডাচদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ ওভারে চার উইকেটে ২২ রান।
শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন ১০১ রান। লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে তারা। ভুল বোঝাবুঝির শিকার হয়ে কোনো বল মুখোমুখির আগেই রানআউট হন কুইন্টন ডি কক।
লোগান ফন বিকের দুর্দান্ত স্পেলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রেজা হেনড্রিকস। ১০ বলে তার ব্যাট থেকে এসেছে ৩ রান। এরপরেই উইকেট বিলিয়ে দেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করামও (০)। দ্রুতই চার উইকেট হারিয়ে চাপে পড়েছে প্রোটিয়ারা।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও’দৌদ। ইনিংসের শুরুতেই এ জুটিতে আঘাত করেন মার্কো জানসেন। এতে তিন বল খেলেও শূন্য রানে সাজঘরে ফিরেছেন লেভিট।
ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফিরেছেন ম্যাক্স ও’দৌদ (৬)। পরে ক্রিজে আসেন বিক্রমজিৎ সিং। উইকেটে থিতু হওয়ার লড়াই করেও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ বলে ১২ করে ফিরেছেন। দলের হাল ধরতে চেয়েছিলেন বাস ডি লিড। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ১৬ বল খেললেও দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। নরকিয়ার বলে ৬ রানেই আউট হয়েছেন।
ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে লড়াই চালিয়ে যান সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। তার ৪০ রানের লড়াকু ইনিংসে ভর করেই শতরান পেরিয়েছে ডাচদের সংগ্রহ।প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন ওটেনিল বার্টমেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন ও আনরিখ নরকিয়া।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :