বিশ্বকাপের গ্রুপ অব ডেথ বলা হচ্ছে ডি গ্রুপকে। ইতোমধ্যে এই গ্রুপের দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করলেও অপর জায়গাটির জন্য লড়াই করছে বাংলাদেশ-নেদারল্যান্ডস এবং নেপাল। অন্যদিকে পর পর দুই ম্যাচের পরাজয় এবং একটি পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের রেস থেকে অনেকটাই ছিটকে গেছে শ্রীলঙ্কা।বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় সেন্ট ভিসেন্টে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগার বাহিনী। এ দু`দলের টি-টোয়েন্টি পরিসংখ্যান ফেবারিট বলছে বাংলাদেশকেই।
টি-টোয়েন্টিতে এর আগে এ দু`দল সর্বমোট মুখোমুখি হয়েছে চার বার। যেখানে বাংলাদেশের তিনবার জয়ের বিপরীতে মাত্র একবার জয়ের হাসি হেসেছে ডাচরা। সবশেষ দেখায় ২০২২ বিশ্বকাপে নয় রানে জিতেছিল সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
দু`দলের ব্যাক্তিগত পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ দল। ব্যাট হাতে ৩ ম্যাচে ২০২ রান নিয়ে সবচেয়ে উজ্জ্বল ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা তামিম ইকবাল। বল হাতে ঝলমলে সাকিব আল হাসান নিয়েছেন ৪ ম্যাচে ৭ উইকেট।
তবে সবশেষ একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতের মাটিতে ডাচদের কাছে হারতে হয়েছিল টাইগারদের। সেই অনুপ্রেরণা থেকেই হয়তো ডাচ অধিনাকয় স্কট এডওয়ার্ডস ম্যাচের আগেরদিন টাইগারদের হুংকার দিয়ে বলে রেখেছে বাংলাদেশের সাথে তারাই ফেভারিট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :