AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি২০ বিশ্বকাপে দঃ আফ্রিকার অনন্য রেকর্ড!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৭ পিএম, ১৫ জুন, ২০২৪
টি২০ বিশ্বকাপে দঃ আফ্রিকার অনন্য রেকর্ড!

বিশ ওভারের বিশ্বকাপের গ্রুপ স্টেজে অল উইন রেকর্ড ধরে রেখেছে দঃ আফ্রিকা। আর একটু হলেই পচা শামুকে পা কাটতে পারত প্রোটিয়াদের। নেপালের বিরুদ্ধে কোনও মতে হার এড়ালেন ডেভিড মিলার, কুইন্টন ডি ককরা। একটা সময় দেখে মনে হয়েছিল অ্যাডভান্টেজ নেপাল।  

কারণ তাদের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে বড় রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মাত্র ১১৫ রান নেপালের টার্গেট ছিল ১১৬। যদিও রুদ্ধশ্বাস ম্যাচে নেপালের বিরুদ্ধে শেষ পর্যন্ত এক রানে জিতে গ্রুপ স্টেজের চারটি ম্যাচেই জয় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের অভিযান শেষ করল দঃ আফ্রিকা। নেপালের বিরুদ্ধে ১ রানের জয়ের সঙ্গেই বিরল নজির গড়ল তারা, এর আগে যেই রেকর্ড রয়েছে স্রেফ টিম ইন্ডিয়ার। 

আইসিসি টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে দঃ আফ্রিকা নজির তৈরি করল। বিশ্বকাপে একাধিক ম্যাচে এক রানে জয়ের নজির গড়ল প্রোটিয়ারা। নেপালের বিরুদ্ধে ২০২৪ বিশ্বকাপে নিজেদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচের আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও এক রানে জয় পায় এবি ডিভিলিয়ার্স, জ্যাক ক্যালিসরা। এক রানে একাধিক ম্যাচ জয়ের নজির, আইসিসির টি২০ বিশ্বকাপে ছিল ভারতের। এবার সেই নজিরই স্পর্শ করল প্রোটিয়ারা।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল টি২০ বিশ্বকাপে একই রকম রেকর্ড গড়েছিল ২০১২ সালে। সেবার দঃ আফ্রিকাকে ১ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর রোহিত শর্মা, বিরাট কোহলিরা ২০১৬ টি২০ বিশ্বকাপে ভারতের মাটিতে একই নজির গড়েন। সেবার তারা বাংলাদেশকে ১ রানের হারিয়ে দেয় আইসিসির এই মেগা ইভেন্টে। ভারত অবশ্য ১ রানে ম্যাচ জয়ের পাশাপাশি সুপার ওভারেও ম্যাচ জিতেছিল প্রথমবারের টি২০ বিশ্বকাপেই। সেবার পাকিস্তানকে হারিয়ে ছিল টিম ইন্ডিয়া। অর্থাৎ সব থেকে কম রানে যেমন জেতার নজির রয়েছে টিম ইন্ডিয়ার, তেমন টাইব্রেকার বা সুপার ওভার পদ্ধতিতেও জয়ের নজির রয়েছে ভারতের।

এবারের বিশ্বকাপে ভারত এবং দঃ আফ্রিকা দুই দলই গ্রুপ স্টেজের গণ্ডি পেরিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে। চারটির মধ্যে চারটিতেই জিতে সুপার এইটে গেল ডেভিড মিলাররা, ভারতের অবশ্য একটি ম্যাচ বাকি রয়েছে কানাডার বিপক্ষে শনিবার। সেই ম্যাচ জিতলে রোহিত শর্মারাও গ্রুপ টপার হওয়ার পাশাপাশি অলউইন রেকর্ড ধরে রেখেই সুপার এইটে খেলতে নামবে। সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ বৃহস্পতিবার, আফগানিস্তানের বিপক্ষে বার্বাদোসে।  

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!