টি-২০ বিশ্বকাপের টুকিটাকি
১ ওভারে ৩৬ রান
টি-২০ বিশ্বকাপ-২০২৪। আফগানিস্তানের বোলার আজমতউল্লাহ ওমরজাইয়ের একটি ওভারে ৩৬ রান নেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান।
এটি বিশ্বকাপে দ্বিতীয়বার ১ ওভারে ৩৬ রান সংগ্রহের ঘটনা। আর সব মিলিয়ে ৫ম।
নিকোলাস পুরান অবশ্য ৬টি ছক্কা হাঁকাননি। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরু করলেও পরের বলটি ছিল নো বল। যেখানেও চার হাঁকিয়েছেন পুরান। পরের বল ফ্রি হিট হলে সেটা ওয়াইড হয়। এবং বাউন্ডারি হওয়ায় আরও অতিরিক্ত চার রান আসে। তাই পরের বলটাও ছিল ফ্রি হিট, সেবার বোল্ড হন পুরান।
আউট হওয়া থেকে বাঁচার পর পরের দুই বলে চার আর শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। সব মিলিয়ে এই ওভার থেকে আসে ৩৬ রান। তবে পুরানের ব্যাট থেকে এসেছে ৩০ রান।
আপনার মতামত লিখুন :