সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচের আগে বড় সুখবর পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। ২৫ জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আসন্ন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়েছেন রিশাদ। শনিবার (২২ জুন) দল পাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
রিশাদ হোসেনকে দলে নিয়েছে টরেন্টো ন্যাশনালস। বিশ্বকাপে বল হাতে আলো ছড়ানোর সুবাদে ফ্র্যাঞ্চাইজিটির নজরে পড়েন তিনি। চলমান বিশ্বকাপে এই লেগ স্পিনার সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে আছেন সেরা দশে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা রিশাদ উইকেট দখলে নিয়েছেন মোট ৯ টি।
এদিকে, গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব আল হাসানও। প্রথমবারের মতো বাংলা টাইগার্স মিসিসিগার হয়ে খেলবেন তিনি। শনিবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করে বাংলা টাইগার্স। এর আগে, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে খেলেছিলেন সাকিব।
রিশাদ হোসেনের সঙ্গে টরন্টো ন্যাশনালস দলে আছেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি, র্যাসি ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো তারকারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :