কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচেই দেখা মিলল গোলশূন্য ড্র ম্যাচের। শনিবার (২২ জুন) ভোরে গ্রুপ ‘এ’তে পেরু ও চিলির ম্যাচে গোল পায়নি কোনো দলই। এই ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো ২০ বছরের এক ধারাও।
পরিসংখ্যান বলছে, গত ২০ বছরে পেরু ও চিলির মুখোমুখি হওয়া কোনো ম্যাচই ড্রয়ে নিষ্পত্তি হয়নি। ২০ বছরের মধ্যে এই প্রথম ড্র দেখল দুই দল।
ম্যাচের শুরু থেকে চিলির ওপর চাপ তৈরি করে পেরু। তবে ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চিলি। ম্যাচজুড়ে আক্রমণ ও সুযোগ তৈরিতে পেরুর ওপর আধিপত্য বিস্তার করে তারা। ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নেয় চিলি। অন্যদিকে, ৩৫ শতাংশ বলের দখল রাখা পেরু ৭টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে।
চিলি নিজেদের পরবর্তী ম্যাচে বুধবার মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে পেরু।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :