চার পয়েন্ট নিয়ে গ্রুপ-বি’র দ্বিতীয় দল হিসেবে স্পালেত্তির দল পরের রাউন্ডে গেছে। ডাসেলডর্ফে ফেরান তোরেসের ১৩ মিনিটের গোলে আলবেনিয়াকে পরাজিত করে গ্রুপে শতভাগ জয় নিশ্চিত করেছে স্পেন।ডাসেলডর্ফে দ্বিতীয় সারির আলবেনিয়াকে ১-০ গোলে পরাজিত করতে স্পেনকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। বার্সেলোনা উইঙ্গার তোরেস ১৩ মিনিটে দারুন এক ফিনিশিংয়ে স্পেনকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ঐ এক গোলেই স্পেনের গ্রুপের শতভাগ জয় নিশ্চিত হয়।
চারদিন আগে ইতালিকে ১-০ গোলে হারিয়ে আগেই নক আউট পর্ব নিশ্চিত হওয়ায় কাল ১০টি পরিবর্তন নিয়ে স্পেন মাঠে নেমেছিল। শুরু থেকেই স্বাভাবিক খেলা খেললেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্প্যানিশরা।
ইউরোতে নিজেদের সেরাটা দিয়ে আলবেনিয়া গ্রুপ তলানির দল হিসেবে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে। ২০১৬ সালে ইউরোতে আলবেনিয়ার অভিষেক হয়েছিল। ঐ আসরেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও একটি ম্যাচে তারা জয়ী হয়েছিল।
বার্সেলোনার সাবেক লেফট-ব্যাক সিলভিনহোর অধীনে এ পর্যন্ত জার্মানীতে সবচেয়ে সফল ভাবে নিজেদের প্রমান করা স্পেনকে হারানো আলবেনিয়ার জন্য অনেক বড় কঠিন কাজ ছিল।
২০০৮ সালের পর বিশ্বকাপ কিংবা ইউরোতে এই প্রথমবারের মত স্পেন গ্রুপের সবগুলো ম্যাচে জয়ী হয়ে পরের রাউন্ডে উঠলো। আগামী রোববার কোলনে শেষ ষোলতে লুইস ডি লা ফুয়েন্তের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :