গতকাল রাতে পর্দা উঠেছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পঞ্চম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্যাট-বল হাতে ব্যর্থ বাংলাদেশের দুই ক্রিকেটার ব্যাটার তাওহিদ হৃদয় ও পেসার মুস্তাফিজুর রহমান। ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে খেলতে নেমে ডাম্বুলা সিক্সার্সের হৃদয় ১ রান করেন এবং মুস্তাফিজ ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন। দুই বাংলাদেশির ব্যর্থতার ম্যাচে ক্যান্ডির কাছে ৬ উইকেটে হারে হৃদয়-মুস্তাফিজের ডাম্বুলা।
পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৫ রানে ৪ উইকেট হারায় ডাম্বুলা। চার নম্বরে নেমে ২ বলে ১ রান করে ক্যান্ডির পেসার দাসুন শানাকার শিকার হন হৃদয়। পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও চামিন্দু বিক্রমাসিংহের ৯৯ বলে অবিচ্ছিন্ন ১৫৪ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রানের লড়াকু সংগ্রহ পায় ডাম্বুলা সিক্সার্স। চাপম্যান ৯১ ও উইকরামাসিংহে ৬২ রান করেন।
১৮০ রানের টার্গেট ১৬ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে ক্যান্ডি। দলের পক্ষে দিনেশ চান্ডিমাল ৪০ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন।
ক্যান্ডি ইনিংসে চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম ডেলিভারিতেই পাকিস্তানের মোহাম্মদ হারিসকে শিকার করেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে ৫ রানে ১ উইকেট নিলেও, দ্বিতীয় ওভারে ১৬ রান দেন ফিজ। ১৬তম ওভারে তৃতীয়বারের মত বোলিংয়ে এসে ২৩ রান দেন তিনি। ফলে ৩ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে মাঠ ছাড়েন মুস্তাফিজ। ৩ ওভার হাত ঘুড়িয়ে ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন ফিজ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :