২০১৮ সালের পর ২০২২ সালের বিশ্বকাপ, দুবারই শেষ আট থেকে বিদায় নেয় ব্রাজিল। এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে গেল সেলেসাওরা। টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে শেষ চার নিশ্চিত করলো উরুগুয়ে। এরই মধ্য দিয়ে চূড়ান্ত হলো কোপা আমেরিকার সেমিফাইনালের লাইনআপ।
প্রথম দল হিসেবে সবার আগে টুর্নামেন্টের শেষ চারের টিকিট কাটে আর্জেন্টিনা। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে কানাডা। দুই দল মুখোমুখি হবে ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে। রোববার (৭ জুলাই) একই দিন সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া ও উরুগুয়ে। শেষ চারা লড়বে তারা।
এদিকে লাস ভেগাসে আজ সকালে সেলেসাওদের টাইব্রেকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে ড্র ছিল।
এর আগে ভোরে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছিল কলম্বিয়া। আর গত শুক্রবার এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েরা।
কোপার সেমিফাইনালে সময়সূচি (বাংলাদেশ সময়)
তারিখ ম্যাচ ভেন্যু সময়
১০ জুলাই আর্জেন্টিনা বনাম কানাডা মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি সকাল ৬টা
১১
জুলাই উরুগুয়ে বনাম কলম্বিয়া ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম, নর্থ ক্যারোলিনা সকাল ৬টা
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :