দীর্ঘ ছয় বছর বসুন্ধরা কিংসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অস্কার ব্রুজন। তবে আগামী মৌসুমে ক্লাবটির ডাগআউটে এই স্প্যানিশ কোচকে আর দেখা যাবে না।ব্রুজনের পরিবর্তে জিকো-রবসন রবিনিয়োদের কোচের দায়িত্ব পালন করবেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতা। এক বছরের জন্য বসুন্ধরা কিংসের কোচ হিসেবে তিতাকে নিয়োগ দেওয়া হয়েছে। ক্লাব সভাপতি ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন কোচের সঙ্গে ফিটনেস ট্রেনার ও সেটপিস কোচও নিয়োগ দিয়েছে কিংস। ফিটনেস ট্রেনার হিসেবে যোগ দিচ্ছেন ফ্রান্সের খলিল চাকরুন। সেটপিস কোচ হিসেবে আসছেন আরেক রোমানিয়ান দোরেল স্টইকা।
৫৮ বছর বয়সী তিতার অভিজ্ঞতা রয়েছে এশিয়া অঞ্চলের ফুটবলে কাজ করার। সবশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এশিয়ার ক্লাব পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট এএফসি কাপের শিরোপা জেতারও কীর্তি আছে এই কোচের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :