AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০১ পিএম, ১০ জুলাই, ২০২৪
সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে

সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ তৃতীয় টি-২০তে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ শেষে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

টি-২০ বিশ্বকাপের নবম আসরের শিরোপা জয়ের সাতদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে সিরিজ খেলতে নেমে বড় ধাক্কা খায় ভারত। স্বাগতিক জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। 

অবশ্য বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কেউই ঐ ম্যাচের একাদশে ছিলেন না। সিরিজের শেষ তিন ম্যাচ খেলতে দলের সাথে যোগ দিবেন বিশ্বকাপ জয়ী তিন ক্রিকেটার যশস্বী জসওয়াল, শিভম দুবে এবং সাঞ্জু স্যামসন।

সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ৯ উইকেটে ১১৫ রানে আটকে দিয়েছিলো ভারতের বোলাররা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১০২ রানে গুটিয়ে লজ্জার হার বরণ করে টিম ইন্ডিয়া।

হার দিয়ে সিরিজ শুরু করলেও, পরের ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে ১শ রানের বড় জয় পায় টিম ইন্ডিয়া। ৪৬ বলে সেঞ্চুরি করেন অভিষেক অভিষেকের ৪৭ বলে ১০০ রানের ইনিংসের সুবাদে ২ উইকেটে ২৩৪ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

এদিকে জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচের হার হতাশ করেছে জিম্বাবুয়েকে। তবে ভারতকে আবারও হারানোর স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলে মাধেভেরে, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডন মাভুটা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

ভারত দল: শুভমান গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শার্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণু, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, যশস্বী জসওয়াল, শিভম দুবে ও সাঞ্জু স্যামসন।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!