AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরাউহোর ইনজুরির জন্য টাকা পাচ্ছে বার্সেলোনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৮ পিএম, ১৬ জুলাই, ২০২৪
আরাউহোর ইনজুরির জন্য টাকা পাচ্ছে বার্সেলোনা

গত মৌসুমটা খুব একটা ভালো কাটেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। ট্রফিবিহীন মৌসুম শেষে জাভি হার্নান্দেজকে বরখাস্ত করার পর হান্সি ফ্লিকের অধীনে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা। কিন্তু তার আগেই একের পর এক চোটের খবরে বিপর্যস্ত কাতালান শিবির।

ইউরোর কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে দলটির স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। মৌসুমের শুরুতে তাকে পাবে না বার্সা। এরই মাঝে আবার নতুন দুঃসংবাদ দিলেন রোনাল্ড আরাউহো।

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলেছিল উরুগুয়ে। এই ম্যাচের ৩২ মিনিটে ইনজুরি নিয়ে তারকা সেন্টারব্যাক আরাউহো মাঠ ছাড়েন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। জানা গেছে, চোট থেকে সেরে উঠতে বার্সেলোনার এই ডিফেন্ডারকে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হবে। গতকাল (সোমবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা।

বার্সেলোনা জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ফিনল্যান্ডে ক্লাবের চিকিৎসক দলের তত্ত্বাবধানে আরাউহোর অস্ত্রোপচার করা হবে। যদিও ঠিক কতদিনের জন্য ২৫ বছর বয়সী এই সেন্টারব্যাক মাঠের বাইরে থাকবেন, সেটি উল্লেখ করেনি ক্লাবটি।

অবশ্য স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ বলছে, আরাউহোকে অন্তত চার মাস বাইরে থাকতে হবে। একইসঙ্গে সংবাদমাধ্যমটির দাবি, বার্সেলোনা এই কারণে ফিফার কাছ থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণ পাবে।

এক্ষেত্রে বার্সা ফিফার ক্লাব প্রটেকশন প্রোগ্রামের আশ্রয় নিতে পারে। যা এক দশকেরও বেশি সময় আগে থেকে প্রচলিত এবং সেটি অনুসারে কোনো খেলোয়াড় জাতীয় দলের অধীনে খেলতে গিয়ে লম্বা সময়ের জন্য চোটে পড়লে ক্ষতিপূরণ দিয়ে আসছে ফিফা।

সময়টা যদি ২৮ দিনের বেশি হয়, তাহলে ক্লাব ক্ষতিপূরণ পায়। এভাবে কোনো ফুটবলার চোটের কারণে মাঠের বাইরে থাকলে, প্রতি দিনের হিসেবে ক্লাব পাবে ২০ হাজার ৫৪৮ ইউরো। সেটি সর্বোচ্চ এক বছর পর্যন্ত গণনা করা হবে।

এভাবে বছরের হিসেবে ক্ষতিপূরণ দাঁড়ায় ৭.৫ মিলিয়ন ইউরো। তবে চার মাসের হিসেবে ২.৫ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৫ লাখ টাকা) পেতে পারে বার্সা। এদিকে পেদ্রি চোটে থাকলেও তিনি খুব বেশি ম্যাচে অনুপস্থিত থাকছেন না!


একুশে সংবাদ/ এস কে

Link copied!