AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:১৪ পিএম, ২৪ জুলাই, ২০২৪
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার শ্রীলংকার ডাম্বুলায় ১৯১ রানের রেকর্ড গড়ে বড় ব্যবধানে জিতে সেমিতে উঠে যায় বাংলাদেশ।

এদিন আগে ব্যাট করে ২ উইকেট ১৯১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ৭৭ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। ১১৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।

এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। আগামীকাল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানারা।

এদিন নারীদের এশিয়া কাপে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মালয়েশিয়ার বিপক্ষে ২ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের স্কোর।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে নিগার সুলতানা ও ফারজানা হক পিংকির জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ।

বুধবার শ্রীলংকার ডাম্বুলায় এশিয়া কাপের চলতি আসরের ১১তম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলোয়ারা আক্তার। উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে তারা ৬৫ রান করেন। ২০ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন ওপেনার দিলোয়ারা আক্তার।

এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৫৬ বলে ৮৯ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। তার আগে ৫৯ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!