AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি২০তে নিজের খেলায় খুশি নন গিল!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:০৬ পিএম, ২৬ জুলাই, ২০২৪
টি২০তে নিজের খেলায় খুশি নন গিল!

ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছে শুভমন গিল। জিম্বাবুয়ে সিরিজে তাকে দলের অধিনায়ক করে পাঠিয়ে ছিলেন বোর্ডের নির্বাচকরা। তিনি ভরসার দাম দিয়েছেন। প্রথম ম্যাচে দল ব্যর্থ হলেও পরের চারটি ম্যাচ জিতেই সিরিজ জিতেছে ভারত, তারই অধিনায়কত্বে।

তিনি নিজেও ছিলেন রানের মধ্যেই। প্রথম ম্যাচে লড়াকু ৩১ রানের পাশাপাশি দুটি ম্যাচে অর্ধশতরানও করেছিলেন সেই সিরিজে ভারতের অধিনায়ক। দেশে ফেরার পরই পেয়েছেন সুখবর। টি২০তে তাঁকে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। এখন তাঁর সামনে বেশ কয়েকটা মাস সুযোগ রয়েছে নিজের সেরা পারফরমেন্স তুলে ধরার। কারণ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর প্রথম দিনের সাংবাদিক সম্মেলনে এসেই তাঁকে নিয়ে বড় বার্তা দিয়েছেন।

ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ভারত ছাড়ার আগেই গৌতম গম্ভীর জানিয়ে গেছিলেন শুভমন গিল তাঁর দলের তিন ফরম্যাটের ক্রিকেটার। অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে টি২০তে গিল যে দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠবেন পারফরমেন্স ঠিক থাকলে সেকথা বোঝা গেছে গৌতির কথায়। তবে ভারতীয় দলের ওপেনারের টি২০ পারফরমেন্স তেমন নয়। ২০২৩ সালে টি২০তে অভিষেকের পর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি শতরান ছাড়া আর মাত্র ৩টি অর্ধশতরান করেছেন এই তারকা। ১৯ ম্যাচে তার সর্বসাকুল্যে রান ৫০৫, গড় ২৯.৭০, তাই নিজের খেলায় মোটেই খুশি নন ভারতের সহ অধিনায়ক, স্পষ্টতই জানালেন তিনি।  

শুভমন গিল শ্রীলঙ্কার মাটিতে সাংবাদিক সম্মেলনে জানান, ‘ এবছরের বিশ্বকাপের আগে আমার টি২০ পারফরমেন্স মোটেই আশাপ্রদ ছিল না। আশা করছি আগামী দিনে এই পারফরমেন্সে উন্নতি হবে। পরের টি২০ বিশ্বকাপের আগে ৩০-৪০টা ম্যাচ রয়েছে আমাদের। আশা করছি সেখানেই নিজের পারফরমেন্সের উন্নতি করতে পারব ব্যাটিংয়ের ক্ষেত্রে, এছাড়াও দলগত দিক থেকেও। ’

জিম্বাবুয়ের বিরুদ্ধে তার ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালের শতরান আটকে গেছিল গিলের ইনিংসের জন্য। সেই নিয়ে সোশাল মিডিয়ায় অনেক কথা হয়েছে, তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না গিল। ভারতীয় দলের সহ অধিনায়ক বলছেন, ‘আমরা একে অপরের সঙ্গে ব্যাটিং করতে উপভোগ করি। যে ধরণের শট আমরা খেলি, তাতে আমরা একে অপরকে সব সময় উদ্বুদ্ধ করি। রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড কম্বিনেশন হিসেবে আমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো, দুটি ম্যাচে আমাদের পার্টনারশিপ ১৫০-এর বেশি ছিল। ফলে আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। আমার ওর সঙ্গে ব্যাটিং করতে বেশ ভালো লাগে ’।

একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!