তিন গোলে পিছিয়ে থেকেও জাম্বিয়ার বিপক্ষে রোববার অলিম্পিক গেমসে ৬-৫ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া নারী ফুটবল দল।গ্রুপ-বি’র প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানীর কাছে ৩-০ গোলের পরাজয়ের মধ্য দিয়ে অলিম্পিক মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া।
নিসে গতকাল দ্বিতীয়ার্ধের শুরুতে এক পর্যায়ে জাম্বিয়ার কাছে ৫-২ গোলে পিছিয়ে পড়ে অলিম্পিক থেকে বিদায়ের ক্ষণ গুনছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাটিলাসরা দারুনভাবে ম্যাচে ফিরে এসে ১১ গোলের নাটকীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয়। ৯০ মিনিটে মিশেল হেম্যান্সের গোলে অস্ট্রেলিয়ানদের স্মরণীয় জয় নিশ্চিত হয়। বিপরীতে জাম্বিয়ার জন্য এই পরাজয় ছিল দারুন হতাশার। প্রথম মিনিটেই বারব্রা বান্ডার গোলে এগিয়ে যায় জাম্বিয়া। এরপর বান্ডা হ্যাটট্রিক করেছেন, রাচায়েল কুন্ডাঞ্জি করেছেন জোড়া গোল। বান্ডার লিড খুব বেশীক্ষণ ধরে রাখতে পারেনি জাম্বিয়া। আলানা কেনেডি দ্রুতই অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান। ২১ ও ৩৩ মিনিটে কুন্ডাঞ্জি ও বান্ডা পরপর দুই গোল দিয়ে জাম্বিয়ার লিড ৩-১’এ নিয়ে যান। দুই মিনিটের মধ্যে এক গোল পরিশোধ করেন হেলে রাসো। কিন্তু বিরতির ঠিক আগে বান্ডার হ্যাটট্রিকে আবারো দুই গোলের লিড নেয় জাম্বিয়া।
৫৬ মিনিটে কুন্ডাঞ্জির গোলে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় জাম্বিয়া। কিন্তু রক্ষনভাগের দূর্বলতায় গত বছরের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া দারুনভাবে ম্যাচে ফিরে আসার সুযোগ পায়। গোলরক্ষক নাগাম্বো মুসোলের ভুলে আত্মঘাতি গোলের লজ্জায় পড়ে জাম্বিয়া। এরপর স্টিফ ক্যাটলির ফ্রি-কিক আটকাতে পারেননি মুসোলে। পেনাল্টি থেকে ক্যাটলি ৫-৫’এ সমতা ফেরানোর পর হেম্যান দলের জয় নিশ্চিত করেন।
তারকা সমৃদ্ধ স্পেন ১-০ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ে গ্রুপ-সি থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। সাবেক ব্যালন ডি’অর বিজয়ী এ্যালেক্সিয়া পুটেলাস ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :