AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুশফিক-মুমিনুলদের নিয়ে দল ঘোষণা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৫ পিএম, ৩০ জুলাই, ২০২৪
মুশফিক-মুমিনুলদের নিয়ে দল ঘোষণা

চারদিনের দুই ম্যাচ ও তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগস্টের শুরুতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এ সফরের শুরুতে টেস্ট ম্যাচ খেলবে মুমিনুলরা। এরপর হবে ওয়ানডে ম্যাচের সিরিজ।

মঙ্গলবার (৩০ জুলাই) আসন্ন সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম-মুমিনুল হকদের মতো সিনিয়র ক্রিকেটারদের প্রথম চারদিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী ৬ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ এবং ১৭ আগস্ট দুইটি চার দিনের ম্যাচ আয়োজিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ এবং ২৭ আগস্ট। সবগুলো ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে।

প্রথম চার দিনের ম্যাচের দল: মোসাদ্দেক হোসেন সৈকত, মাইদুল ইসলাম অংকন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হোসেন সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু।

দ্বিতীয় চার দিনের ম্যাচের দল: এনামুল হক বিজয়, মো. নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, রুয়েল মিয়া, জাকির আলী অনিক, তাওহীদ হৃদয়, মাইদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

ওয়ানডে ম্যাচের দল: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, জাকের আলী অনিক, রিয়াদ হোসেন, মেহেদী হাসান, তানভির ইসলাম।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!