AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রুতুরাজকে টপকে পৃথ্বীর বিশ্বরেকর্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০০ পিএম, ২ আগস্ট, ২০২৪
রুতুরাজকে টপকে পৃথ্বীর বিশ্বরেকর্ড

গত সোমবার মিডলসেক্সের বিরুদ্ধে ওয়ান ডে কাপের শেষ ম্যাচে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ। শুক্রবার নর্দাম্পটনশায়ারের হয়ে ফের মাঠে নেমে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ভারতীয় তারকা। ডারহ্যামের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচে সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়েন পৃথ্বী।

শুক্রবার চেস্টার লে স্ট্রিটে ওয়ান ডে কাপের ম্যাচে সম্মুখসমরে নামে নর্দাম্পটনশায়ার ও ডারহ্যাম। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নর্দাম্পটনশায়ার। ওপেন করতে নেমে পৃথ্বী শ ১১টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। 

পৃথ্বী শেষমেশ ৭১ বলে বলে ৯৭ রান করে আউট হয়ে বসেন। অর্থাৎ, মাত্র ৩ রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। মারকাটারি ইনিংসে পৃথ্বী ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। অর্থাৎ, চলতি ওয়ান ডে কাপে পৃথ্বীর এটি টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি।

ডারহ্যামের বিরুদ্ধে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলার সুবাদে লিস্ট-এ ক্রিকেটে সব থেকে বেশি ব্যাটিং গড়ের বিশ্বরেকর্ড নিজের দখলে নেন পৃথ্বী শ। অন্তত ৫০টি ইনিংসে ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে ৫০ ওভারের ক্রিকেটে সব থেকে বেশি ব্যাটিং গড় এখন পৃথ্বীরই।

৬১টি ইনিংস শেষে পৃথ্বীর ব্যাটিং গড় ৫৮.২১। এই নিরিখে পৃথ্বী পিছনে ফেলে দেন রুকুরাজ গায়কোয়াড়কে। ৭৬টি লিস্ট-এ ইনিংসে ব্যাট করা রুতুরাজের ব্যাটিং গড় এই মুহূর্তে ৫৮.১৬। এই নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মাইকেল বেভান। ৩৮৫টি ইনিংসে ব্যাট করা অজি তারকার ব্যাটিং গড় ৫৭.৮৬।

লিস্ট-এ ক্রিকেটে অন্তত ৫০টি ইনিংসে ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি ব্যাটিং গড়
১. পৃথ্বী শ- ৬১টি ইনিংসে ব্যাটিং গড় ৫৮.২১।
২. রুতুরাজ গায়কোয়াড়- ৭৬টি ইনিংসে ব্যাটিং গড় ৫৮.১৬।
৩. মাইকেল বেভান- ৩৮৫টি ইনিংসে ব্যাটিং গড় ৫৭.৮৬।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!