AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অদ্ভূত ঘটনা ঘটালেন জানিথ লিয়ানাগে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৫০ পিএম, ২ আগস্ট, ২০২৪
অদ্ভূত ঘটনা ঘটালেন জানিথ লিয়ানাগে

অদ্ভূত ঘটনা ঘটিয়ে বসলেন শ্রীলঙ্কার ক্রিকেটার জানিথ লিয়ানাগে। এমনিতে ক্রিকেটকে বলা হয়ে থাকে জেন্টেলম্যানস গেম অর্থাৎ ভদ্র লোকের খেলা। সততার কারণ বোঝানোর চেষ্টা করা হয় এই উক্তির মাধ্যমে। যদিও ক্রিকেটে সৎ দেখাতে গিয়েই বিপদে পড়লেন শ্রীলঙ্কার ক্রিকেটার জানিথ লিয়ানাগে, তাঁর কাজে হতাশ এবং বিরক্ত তাঁরই দলের ক্রিকেটাররা।

শ্রীলঙ্কার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ওডিআই সিরিজ শুরু হয়েছে শুক্রবার থেকে। টি২০ সিরিজে ভারতীয়দের দাপটে কোনঠাসা থাকার পরেও লঙ্কানরা আশা করেছিল দল ঘুরে দাঁড়াবে ওডিআই সিরিজে, যদিও তেমন কিছু করে দেখাতে পারেনি লঙ্কানরা, উল্টে বিপদ বাড়িয়েছেন তাঁদের ক্রিকেটার লিয়ানাগে।

টস জিতে প্রথমে ব্যাট করতে আসে শ্রীলঙ্কা শিবির। আশা করা হয়েছিল, যথেষ্ট ভালো লড়াই তাঁরা ওডিআই সিরিজে দেবেন। কিন্তু কোথায় কি, ৫০ ওভারে ২৩০ রানের বেশি করতেই পারল না চরিথ আশালঙ্কার দল। ভারতীয় বোলারদের চাপে কার্যত নাভিশ্বাস অবস্থা হয় লঙ্কান ব্যাটারদের। পাথুম নিসাঙ্কা এবং দুনিথ ওয়েলালাগে অর্ধশতরান করে কোনও মতে লঙ্কানদের সম্মান বাঁচান, নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। এরই মধ্যে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা জানিথ লিয়ানাগে করে বসলেন বিশা বড় ভুল, যার মাসুল দিতে হয়েছে দলকে।

শ্রীলঙ্কার অলরাউন্ডার জানিথ লিয়ানাগে ব্যাটিং করছিলেন ব্যক্তিগত ২০ রানের মাথায়। এমনই সময় অক্ষর প্যাটেলের একটি বল তিনি খেলতে যান, কিন্তু বল তাঁর ব্যাটে লাগেনি। সেই বল ক্যাচ ধরেই আউটের আবেদন জানান রোহিত শর্মা, সেই আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও জানিথ হাঁটা লাগান সাজঘরের দিকে। এরপর আল্ট্রা এজে দেখা যায়, বল আদৌ তাঁর ব্যাটেই লাগেনি। তা সত্ত্বেও সৎতার পরিচয় দিতে গিয়ে নিজেকে আউট ঘোষণা করে মাঠ ছেড়েছেন ২৯ বছর বয়সী জানিথ।

বহুদিন পর ভারতের বিপক্ষে একদিনের সিরিজে ডাক পেয়েছিলেন জানিথ। তাঁর ভক্তদের আশা ছিল বড় রান করে সিরিজে চমক দেখাবেন, পাল্টা রান না করে অকাজ করে শিরোনামে উঠে এলেন তিনি, যা দেখে বেজায় বিরক্ত দলের অন্তর্বর্তী কোচ সনৎ জয়সূর্যসহ বাকিরা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!