ঘরের মাঠে চলতি আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার কেমার রোচকে।
রোচকে জায়গা দেওয়ার জন্য বিশ্রামে পাঠানো হয়েছে পেসার আলজারি জোসেফকে। তার পরিবর্তে আসন্ন সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক-ব্যাটার জশুয়া ডি সিলভা।
সবশেষ ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন কেভিন সিনক্লেয়ার। তেব দ্বিতীয় টেস্টে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। অনুমিতভাবেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রাখা হয়নি তাকে।
ইংল্যান্ড সিরিজে চোটে পড়েন জেরেমিয়াহ লুইসও। তার বদলে দলে নেয়া হয়েছে আকিম জর্ডানকে। দলে নতুন মুখ ব্রায়ান চার্লস। এছাড়া দলে রাখা হয়েছে জোমেল ওয়ারিক্যান ও জাস্টিন গ্রেভেসকে।
ঘোষিত স্কোয়াড নিয়ে ক্যারিবীয় কোচ আন্দ্রে কোলি বলেন, ‘সহ-অধিনায়ক আলজারি জোসেফকে আমরা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য বিশ্রাম দরকার। কেভিন সিনক্লেয়ার ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন। তাদের অনুপস্থিতি অন্যদের জন্য সুযোগ হতে পারে।’
প্রসঙ্গত, ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে বুধবার থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। আর গায়ানার প্রভিডেন্সে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ আগস্ট থেকে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানাজে, কেচি কার্থি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রেভেস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাচ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, কেমার রোচ, জেডেন সিলিস ও জোমেল ওয়ারিক্যান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :