AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এল ক্লাসিকোতে বার্সার কাছে রিয়ালের হার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৩ পিএম, ৪ আগস্ট, ২০২৪
এল ক্লাসিকোতে  বার্সার কাছে রিয়ালের হার

ফুটবলের ক্লাব মৌসুম শুরুর আগেই এল ক্লাসিকো রোমাঞ্চের সাক্ষী হল যুক্তরাষ্ট্র। মেটলাইফ স্টেডিয়ামে ভিক্টর পাউয়ের জোড়া লক্ষ্যভেদে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বেশ কয়েকজন বড় তারকাদের ছাড়াই দুদল মাঠে নামে। স্পেনের জার্সিতে সম্প্রতি ইউরো জেতা লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেস এখনো ক্লাবে যোগ দেননি। এছাড়া রোনাল্ড আরাউজো, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি জং এবং আনসু ফাতি চোটের কারণে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম ম্যাচ খেলতে যাননি।

অন্যদিকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের এখনো রিয়ালের জার্সিতে অভিষেক হয়নি। ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যাম যুক্তরাষ্ট্র সফরে যাননি।

রোববার বাংলাদেশ সময় ভোরে ম্যাচের ৪২তম মিনিটে রবার্ট লেভানদোভস্কির অ্যাসিস্টে বল নিয়ে হেডে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন ভিক্টর। বিরতির পর অ্যালেক্স ভ্যালের পাসে বল নিয়ে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার।

আরদা গুলারের ক্রসে পাওয়া বলে ৮২তম মিনিটে নিকো পাজ হেডে নিশানাভেদ করলে রিয়াল ব্যবধান কমায়। খেলার বাকি সময়ে অবশ্য দলটি আর গোল না পাওয়ায় পরাজয় এড়াতে পারেনি।শুক্রবার বাল্টিমোরে এসি মিলানের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচ খেলবে বার্সেলোনা। একই দিন শার্লটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ চেলসি।

একুশে সংবাদ/ এস কে  

 

Shwapno
Link copied!