AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারিস অলিম্পিকে করোনা দ্রুত ছড়াচ্ছে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৬ পিএম, ৭ আগস্ট, ২০২৪
প্যারিস অলিম্পিকে করোনা দ্রুত ছড়াচ্ছে

নতুন করে আবার বিস্তৃতি লাভ করতে শুরু করেছে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাস। যার প্রভাব পড়েছে খেলার মাঠেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চলমান প্যারিস অলিম্পিকে অংশ নেয়া ৪০ জনের বেশি খেলোয়াড় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

সাঁতারে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রূপা জয়ের পরদিন কোভিড-১৯ পজিটিভ হন ব্রিটেনের অ্যাডাম পিটি। অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি পলিস্টার নিজেকে মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার থেকে সরিয়ে নিয়েছেন।

বিশ্বের ৮৪টি দেশের তথ্য অনুসন্ধান করে ডব্লিউএইচও জানিয়েছে, গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ আক্রান্তের হার বেড়েছে। কোভিডের এই প্রাদুর্ভাব ঠেকাতে দেশগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে কথা বলতে গিয়ে ডব্লিউএইচওর মহামারি ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি দপ্তরের পরিচালক মারিয়া ফন কেরখোভ বলেন, ‘এসআরএস কোভ-২ ভাইরাস কোভিডের জন্য দায়ী।

মারিয়া আরো বলেন, ‘এসআরএস-কোভ-২ ভাইরাসের বিস্তৃতি যা জানানো হচ্ছে, সে তুলনায় ২ থেকে ২০ গুণ বেড়েছে। ভাইরাস বিবর্তিত হচ্ছে এবং পাল্টাচ্ছে। এ কারণে আমরা সবাই ঝুঁকিতে। কারণ, আরও ভয়ংকর ভাইরাস আমাদের চিকিৎসাব্যবস্থায় ঢুকে পড়তে পারে।’

মারিয়া জানান, ‘এবারের কোভিড আগেরবারের মতো নয়। আগের ভাইরাস যেমন শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করেছে এবং শীতকালীন মাসগুলোতে বেড়েছে, এবারের কোভিড তেমন নয়।’

ভাইরাসের ধরন নিয়ে তিনি বলেন, ‘মৌসুম যেটাই হোক, সাম্প্রতিক মাসগুলোয় অনেক দেশে কোভিড-১৯ ভাইরাসের উত্থান লক্ষ্য করা গেছে। এর মধ্যে অলিম্পিকও আছে, যেখানে অন্তত ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন।’

প্যারিস অলিম্পিকে কোভিডের প্রাদুর্ভাব নিয়ে মারিয়া বলেন, ‘অ্যাথলেটদের আক্রান্ত হওয়ায় অবাক হওয়ার কিছু নেই। কারণটা আমি আগেই বলেছি, ভাইরাস ব্যাপকভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।’

একুশে সংবাদ/ এস কে 

Link copied!