AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বার্সেলোনায় যোগ দিচ্ছেন ওলমো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৭ পিএম, ৭ আগস্ট, ২০২৪
বার্সেলোনায় যোগ দিচ্ছেন ওলমো

গুঞ্জন উঠছিল তবে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরা হচ্ছিল না দানি ওলমোর। অবশেষে কাতালুনিয়ায় ফিরছেন এবার স্পেনের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম এই কারিগর।এরই মধ্যে এ নিয়ে ওলমোর বর্তমান ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে বার্সার মৌখিক চুক্তিও হয়ে গেছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে। একই তথ্য জানিয়েছে ইতালির দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রোমানো বলছেন, লাইপজিগে বার্সার ডিরেক্টর ডেকোর মিশনে দানি ওলমোর দলবদলের বিষয়ে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। যেখানে ৫৫ মিলিয়ন ইউরো প্যাকেজের সঙ্গে অতিরিক্ত ৭ মিলিয়ন ইউরো মূল্য ধরা হয়েছে। ওলমোর সঙ্গে এই চুক্তি ৬ বছরের, যার মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত। তিনি নিজেও বার্সায় যেতে প্রস্তুত।

এদিকে, স্প্যানিশ সংমাধ্যম মুন্দো দিপোর্তিভোর খবরে বলা হয়, তাকে পেতে ৪৭ মিলিয়ন ইউরো খরচ হবে ক্লাবটির। এ ছাড়াও শিরোপা জয় এবং ৬০ শতাংশ ম্যাচ খেলার ভিত্তিতে রয়েছে বোনাস। বার্সেলোনা তার সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি।

এ নিয়ে মঙ্গলবার ওলমো, তার বাবা এবং ফুটবলারের এজেন্ট জুয়ানমা লোপেজ এবং অ্যান্ডি বারার সঙ্গে জার্মান শহরটিতে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর দেখা করেন। শহরটিতে গত রাতেই গিয়েছিলেন ডেকো। সেখানে দুই পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

চুক্তিটি সম্পন্ন হলে ১০ বছরের ব্যবধানে ফের ক্যাম্প ন্যুতে ফেরা হচ্ছে ওলমোর। ২৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকার শৈশব কেটেছে বার্সার ফুটবল একাডেমি লা মাসিয়ায়। যদিও ক্লাবটির হয়ে সিনিয়র দলটিতে তার খেলার সুযোগ হয়নি। পরে তিনি যোগ দেন ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবে। পরবর্তীতে ২০২০ সালে জার্মান ক্লাব লাইপজিগের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

ওলমোর সবশেষ ২০২৩-২৪ মৌসুমটা কেটেছে ইনজুরি জর্জর। যদিও ২৫ ম্যাচে তিনি ১৩টি গোলে অবদান রেখেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। এরপর ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার সময়টা দারুণ গেছে, স্প্যানিশদের শিরোপা জেতার পথে তিনটি নকআউট ম্যাচেই গোল করেছেন ওলমো।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি, যা ২০১২ সালের পর স্পেনকে ইউরোর শিরোপা জয়ের পথে এগিয়ে দেয়। পরে ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় ওলমো-দানি কারভাহালদের দলটি।

দ্রুততম সময়ের ভেতর ওলমোর ব্যাপারে লাইপজিগের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে যেতে পারে। আনুষ্ঠানিকতা শেষ হলেই হ্যান্সি ফ্লিকের বার্সা স্কোয়াডে যুক্ত হবেন এই মিডফিল্ডার। ১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সা। আর সেদিনই হয়তো অভিষেক হয়ে যেতে পারে ওলমোর।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!